Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিআরডিবি
বিস্তারিত

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

 

বাংলাদেশেরপ্রায়প্রতিটিউপজেলা একটি করে উপজেলা পল্লী ভবন রয়েছে। এই অফিস বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আওতাধীন উপপরিচালকের কার্যালয় (জেলা দপ্তর) এর অধীন পরিচালিত ।

দপ্তরপ্রধানেরপদবীঃ

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।

কার্যক্রমঃ

উপজেলা পর্যায়ে অবস্থিত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইউআরডিও) এর কার্যালয়ের মাধ্যমে যেসব সেবা ও সহযোগিতা প্রদান করা হয়

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

সেবার ধরণ

সেবা

সেবা প্রদান/প্রাপ্তির ক্ষত্রে অসুবিধা সমূহ

নাগরিক পর্যায়

সরকারি পর্যায়

ঋণ কার্যক্রম

·   দল/সমিতি ভুক্ত সদস্যদের মাঝে ঋন বিতরণ

 

ফান্ডের পরিমাণ কম

সময় মত ফান্ড প্রাপ্তি

কমিটির আধ্যিকতার ফলে দীর্ঘসূত্রতা 

প্রশিক্ষন কার্যক্রম

দল/সমিতি ভুক্ত সদস্যদের আয়বর্ধন মূলক কাজের প্রশিক্ষণ (প্রায় ২০টি ট্রেডে সুফলভোগীদের এই প্রশিক্ষণ প্রদান করা হয়)। এছাড়াও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ওরিয়েনটেশন প্রোগ্রাম,Skill Development  প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

 

ফান্ড পরিমাণ কম

সময় মত ফান্ড প্রাপ্তি

দক্ষ ট্রেনার প্রাপ্তি

 

সঞ্চয় জমা

·   ক্ষুদ্র ক্ষুদ সঞ্চয় জমার মাধ্যমে দল/সমিতি ভুক্ত সদস্যদের পুজি গঠন

 

ব্যাংক কর্তৃক বিভিন্ন চার্জ কর্তন

দল গঠন

সুফলভোগীদের নিয়ে দল/ সমিতি গঠন

 

·    

সামাজিক উন্নয়ন

গৃহপালিত পশু পাখির টিকাদান

জলাবদ্ধ পায়খানা স্থাপন

মৎস্য চাষ উন্নয়ন

উন্নত চুলা তৈরি ও ব্যবহার

বৃক্ষ রোপন

সচেতনতা বৃদ্ধি ও নেতৃত্ব সৃষ্টি

 

 

সিটিজেন চার্টার

উপজেলা পর্যায়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ঃ

 

উপজেলা পর্যায়ে অবস্থিত উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা (ইউআরডিও) এর কার্যালয়ের মাধ্যমে যেসব সেবা ও সহযোগিতা

প্রদান করা হয়। সমিতি/ দল(পুরুষ/মহিলা) গঠন, ঋণ গ্রহনে পরামর্শ প্রদান ও এতদসংক্রান্তযাবতীয় তথ্য ফরম সরবরাহ;

সদস্যসের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পূঁজি গঠনে সহায়তাকরণ;

সমিতিরে সদস্যগণকে সহজ শর্তে কৃষি উৎপাদন ও কৃষি উপকরণের জন্য (সার, বীজ, কীটনাশক এবং সেচ যন্ত্রপাতি)

ঋণ প্রদান, (ক)  সোনালী ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ ও (খ) আবর্তক কৃষি ঋণের ব্যবস্থা করা;

বিভিন্ন প্রকল্প/ কর্মসূচীর আওতায় অনানুষ্ঠিক দল গঠন এবং  উৎপাদনমূখী ও আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য ঋণ প্রদান;

আনুষ্ঠানিক সমিতির নিবন্ধনের পরপরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ৮ (আট) সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদান করা হয়:

সমবায়ীদের উৎপাদিত শস্যের বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি এবং ন্যায মূল্য প্রাপ্তিতে সহায়তা;

নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন রোধ এবং যৌতুক প্রথা নির্মূলে সচেতনতা

সৃষ্টিতে সহায়তা;সদস্যদের বয়স্ক শিক্ষা স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও সেবা ;

বৃক্ষরোপন ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে পরামর্শ ও সহযোগিতা;

অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে নাম মাত্র সেবা মূল্যের বিনিময়ে ঋণ প্রদান;

গ্রামীন দরিদ্র মানুষেরআর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান এবং গ্রামীন নেতৃত্বের বিকাশ ও দেশের অর্থনৈকিত

উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ;

উপজেলা অফিসের কোন কর্মকর্তা/ কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তার নিকট

অফিসের উত্থাপন করা হলে তার প্রতিকার করা হবে;

উপজেলা বসবাসরত যে কোন ব্যক্তিকে সেবা সংক্রান্ত তথ্য প্রদানে ও অফিস প্রতিশ্রুতিবদ্ধ।

 

আজই আপন বি আর ডি বি’র উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তার সংগে যোগাযোগ করে আপনার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা  

পরিবর্তনের সুযোগ নিন।

বি আর ডি বি আপনাদের সেবায় নিয়োজিত।

label.column.field_projects

একটি বাড়ি একটি খামার প্রকল্প:-

 

কালকিনি উপজেলার ১৪টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি ইউনিয়নে নয়টি করে ওয়ার্ড মোট ১২৬টি ওয়ার্ডের (প্রতি ওয়ার্ডে ৬০ পরিবার করে) মোট ৭৫৬০ টি পরিবার এই প্রকল্পের আওতাভূক্ত করা হয়েছে। ২০১০- ২০১১ অর্থ বছরে অত্র উপজেলায় সম্পদ হস্তান্তরের জন্য মোট ২৮,০০,০০০ টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে। প্রকল্পের সম্পদ হস্তান্তরের আওতায় সুফলভোগীদের মধ্যে ১০০ জন বকনা গাভী, ৪৪ জন ঢেউ টিন, ৩০ জন হাঁস-মুরগীর বাচ্চা, ৯০ জন গাছের চারা, এবং ১২০ জনের মধ্যে শাক সবজির বীজ বিতরন সম্পন্ন করা হয়েছে।

বর্তমানে সদস্যদের সঞ্চয় ও উৎসাহ সঞ্চয়এর মাধ্যমে পুজি গঠন এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিনত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ।এছাড়াও উপজেলায় পিইপি,সিভিডিপি,সদাবিক.পল্লী প্রগতি প্রকল্প,অপ্রধান শস্য,অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্মকর্মসংস্থানসুলক কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।

যোগাযোগ

নাম:       মো: মজিবর রহমান

পদবী:           উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

ফোন:           ০৬৬২২-৫৬১৪৬

মোবাইল:০১৮২৯৬২৬৮৮৯