কালকিনি পৌরসভা কার্যালয়
কালকিনি, মাদারীপুর।
স্মারক নং-কালকিনি/পৌর:/প্রশা:/চুভিনি:/২০১৩/৬৫ তারিখঃ ১৯/০৮/২০১৩ খ্রি:
‘‘নিয়োগ বিজ্ঞপ্তি’’
কালকিনি পৌরসভার জন্য জরম্নরী ভিত্তিতে কিছু সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী দৈনিক ভিত্তিতে (কাজ নাই মজুরী নাই) সম্পূর্ণ অস্থায়ী ভাবে নিয়োগ দেয়া হবে। আগ্রহী পুরম্নষ ও মহিলাদের০২(দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবন বৃত্তামত্ম, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী ১ সেপ্টেম্বর/২০১৩ তারিখ বিকেল ৫.০০ ঘটিকার মধ্যে প্রশাসক, রাজৈর পৌরসভা বরাবর লিখিত আবেদন করতে হবে। জাতিগত সুইপারদেরনিয়োগের ক্ষেত্রেঅগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বয়সসীমা ১৮-৪০ বছর হতে হবে। আবেদনকারী পুরুষও মহিলাগনকে পরিচছন্নতা কর্মী হিসাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। এ নিয়োগের ক্ষেত্রেনিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তচুড়ান্তবলে গন্য হবে।
|
|
প্রশাসক কালকিনি পৌরসভা মাদারীপুর। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS