কালকিনির উল্লেখযোগ্য নদী আড়িয়ালখা ও পালরদী। কালকিনি উপজেলা টি আড়িয়ালখা নদীর মাধ্যমে দ্বিখন্ডিত হয়েছে। এক সময় এ নদীই ছিল কালকিনি উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানেও সীমিত আকারে এ নদীর মাধ্যমে ঢাকা থেকে মালামাল আনা নেয়া করা হয়। বর্তমানে এই গোমতী নদীর পানি দ্বারা কৃষিকাজ করা হয়। অধিকন্তু এই নদীতে অনেক মাছ পাওয়া যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS